রাজশাহীতে যুবদল নেতা মিঠু গ্রেফতার

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা যুবদলের সভাপতি সাহানুর রহমান মিঠুকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে নগরীর সুফিয়ানের মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, যুবদল নেতা সাহানুর রহমান মিঠুর বিরুদ্ধে অবরোধ-হরতালে নাশকতামুলক কর্মকা-ের একাধিক মামলা আছে। গোপন সংবাদের ভিত্তিতে সুফিয়ানের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।