রাসিক মেয়রের বরখাস্ত চেয়ে আরএমপির চিঠি

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত চেয়ে পুলিশ সদর দফতরে চিঠি পাঠিয়েছে। ২৩ জানুয়ারি চিঠিটি পাঠানো হয়। এরপর পুলিশ সদর দফতর থেকে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রƒয়ারি) রাতে চিঠি পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন নগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন।

আরএমপির একটি সূত্র জানিয়েছে, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের নামে পুলিশ কনস্টেবল সিদ্ধার্থ রায় হত্যাসহ বিস্ফোরক আইনে দায়ের করা পাঁচটি মামলা আছে।

এসব মামলার তথ্য দিয়ে চিঠিতে উল্লেখ করা হয়েছে, মোসাদ্দেক হোসেন বুলবুল মেয়র পদে কর্মরত থাকলে মামলাগুলো ভিন্নখাতে প্রবাহিত হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া রাষ্ট্রবিরোধী বিভিন্ন নাশকতামূলক কর্মকা-ে মদদ ও নির্দেশনা দেওয়ার অভিযোগ আনা হয় চিঠিতে। এজন্য তাকে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

নগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন জানান, সিটি মেয়র মোহাম্মদ মোসদ্দেক হোসেন বুলবুলকে দ্রুত সাময়িক বরখাস্ত করতে ২৩ জানুয়ারি পুলিশ সদর দফতরে চিঠি দেওয়া হয়েছে। কেননা তিনি মেয়র পদে বহাল থাকলে মামলার তদন্ত বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।