শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন

শেরপুর থেকে হাকিম বাবুল: উৎসবমুখর পরিবেশে শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্টুডেন্টস কাউন্সিল’ নির্বাচন-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ওই বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ২৫০ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

Sherpur pic-1
নির্বচনে ২৫০ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করে

নির্বাচনে পরিবেশ সংরক্ষণ, পুস্তক ও শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া ও সংস্কৃতি, পানি সংগ্রহ ও সরবরাহ, মিড-ডে মিল এবং অভ্যর্থনা ও আপ্যায়ণ এই সাত পদের জন্য ১৭ জন ক্ষুদে শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। শেরপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল বাকী জানান, প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ভর্তি বৃদ্ধি, ঝরে পরা রোধ, শিক্ষার মানবৃদ্ধি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ছাত্র-ছাত্রীদের সম্পৃক্ত করার লক্ষে প্রতিবারের ন্যায় এবারও স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে শিশু বয়সেই ভালো নেতৃত্বের গুনাবলী তৈরি হবে, যাতে ভবিষ্যতে দেশ-জাতি ও সমাজের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত করতে সক্ষমতা অর্জন করবে।