কাউখালী (পিরোজপুর) তেকে রবিউল হাসান রবিন: পিরোজপুরের কাউখালীতে স্বাধীনতার মাস অগ্নিঝরা মার্চকে স্বাগত জানিয়েছে ক্ষুদে শিক্ষার্থীরা। এ সময় শিশুরা জাতীয় পতাকা উঁচিয়ে স্বাধীনতার চেতনা সমুন্নত রাখার শপথ নেয় শহীদ মিনারে। রবিবার কাউখালী তথ্য সংগ্রহশালা ও কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় যৌথভাবে এ ব্যতিক্রমী আয়োজন করে।
শহরের কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে অনুষ্ঠিত এ আয়োজনে শিশুদের হাতে জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের পা-লিপি তুলে দিয়ে শিক্ষা ও সামাজিক উদ্যোক্তা আব্দুল লতিফ খসরু শিশুদের শপথ বাক্য পাঠ করান। এ সময় শিশুরা জাতীয় পতাকা তুলে ধরে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও সমাজ গঠনে শপথ নেয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন, শিক্ষক ও সংস্কৃতিজন সুব্রত রায়, শিক্ষক লিটন কৃষ্ণ কর, মো. আল মামুন ও স্বপন বিশ্বাস প্রমুখ। কাউখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় বলেন, মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস। এ অগ্নিঝড়া মার্চকে শিশুরা স্বাগত জানিয়ে সকল অশুভ শক্তির বিরুদ্ধে শহীদ মিনার শপথ নিয়েছে। স্বাধীনতার চেতনায় শিশুরা ভাবিষ্যত বাংলাদেশের হয়ে কাজ করবে এমন আশা থেকেই এ আয়োজন।