ঝিনাইদহে বিএনপির গণমিছিল

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক: ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যা, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে গ্রেফতারি পরোয়ানা জারি ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘন্টা হরতালের সমর্থনে ঝিনাইদহ জেলা বিএনপি গণমিছিল ও সমাবেশ করে ।

Bnp-Pic
হরতালের সমর্থনে ঝিনাইদহ জেলা বিএনপি গণমিছিল

রবিবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের উজির আলী স্কুলের সামনে থেকে জেলা বিএনপির সহ-সভাপতি এড:এসএম মশিযুর রহমানের নেতৃত্বে একটি গণমিছিল বের হয়। মিছিলটি ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে মডার্ণ মোড়ে গিয়ে সমাবেশে করে।

এড:এসএম মশিযুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান হাবিব রণক, মীর ফজলে এলাহী শিমুল, মিজানুর রহমান সুজন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম আনন, যুগ্ম আহবায়ক আবুল বাশার বাশি, সরকারি কেসি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ প্রমুখ।