দিনাজপুর থেকে রতন সিং: দিনাজপুরে আসামি ছিনতাই ঘটনায় পুলিশ ৮২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এর মধ্যে সন্দেহভাজন আসামি ৭০ জন। ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ৬ ঘন্টা পর বিজিবি শুক্রবার পুলিশের গুলিতে নিহত রেজওয়ানুরের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের তুলশীপুর গ্রামে বাস পোড়ানো মামলার আসামি ওয়ার্ড বিএনপি সভাপতি হবিবর রহমানকে গ্রেফতারের পর ছিনিয়ে নেওয়ার ঘটনায় চিরিরবন্দর থানায় এসআই আতাউর রহমান বাদী হয়ে শনিবার সকালে মামলা দায়ের করেছেন।
মামলায় বিএনপি নেতা হবিবর রহমান, তার স্ত্রী আম্বিয়া খাতুন ও ২ পুত্র হায়দার আলী, রেজওয়ানুর এবং জামায়াত নেতা কারিমুল ও হাবিবসহ ১২ জন আসামির নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়। এর মধ্যে রেজওয়ানুর শুক্রবার পুলিশের গুলিতে নিহত হন। চিরিরবন্দর থানার ওসি আনিসুর রহমান বলেন, মামলার তদন্তের সময় নিহত রেজওয়ানুরের নাম আসামির তালিকা থেকে বাদ দেওয়া হবে।
মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে ৭০ জনের সংখ্যা উল্লেখ করা রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন এসআই আব্দুর রহিম। মামলার আসামি হিসেবে পুলিশ জামায়াতের কারিমুল ও হাবিবকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
এদিকে পুলিশের গুলিতে নিহত বিএনপির সভাপতি হবিবর রহমানের পুত্র রেজওয়ানুরের লাশ শুক্রবার রাত সাড়ে ১০টায় ঘটনাস্থল তুলশীপুরে গিয়ে বিজিবি সদস্যরা উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। শনিবার বিকেল ৫টায় ময়না তদন্ত শেষে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।