বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: বরিশালে তীব্র গম সংকটের কারণে খাদ্য বিভাগের খোলা বাজারের ওএমএস’র আটা বিক্রি বন্ধ হয়ে গেছে। ১১ ফেব্রুয়ারি থেকে ওএমএস ডিলারদের আটা সরবরাহ বন্ধ করে দেয় জেলা খাদ্য দপ্তর। ফলে শ্রমজীবী ও হতদরিদ্র মানুষ পড়েছেন বিপাকে ।
ওএমএস ডিলার হাবিবুর রহমান বলেন, ওএমএস’র অধীন খাদ্য বিভাগ থেকে চাল ও আটা দেওয়া হলেও বাজারে চালের চাহিদা নেই। তাই ২২ জন ডিলার শুধুমাত্র আটা তুলে বিক্রি করতেন। একজন ডিলার সপ্তাহে ১টন আটা বরাদ্দ পেতেন। প্রতিদিন ৫ জন ডিলারকে আটা দেওয়া হতো। ১১ ফেব্রুয়ারি খাদ্য বিভাগ থেকে আটা বরাদ্দ বন্ধ করে দেওয়া হয়।
বরিশাল জেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান বলেন, বরিশালে ডিলারদের মাধ্যমে খোলা বাজারে বিক্রির জন্য প্রতিমাসে ২৩৪ মেট্রিক টন গমের প্রয়োজন। সদরের গোডাউনে গম মওজুদ রয়েছে ১ টনেরও কম। বাকেরগঞ্জের কলসকাঠী গোডাউনে ৪৮৯ দশমিক ৩৮৭ মেট্রিক টন গম মওজুদ আছে। ওই গম হাতে রাখা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর মাসিক রেশন কার্যক্রম সচল রাখার জন্য।
জেলা খাদ্য কর্মকর্তা জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর রেশনের জন্য মাসে গমের চাহিদা হচ্ছে ১২৫ মেট্রিক টন। এমনবস্থায় কেন্দ্রীয় দপ্তর থেকে নতুন বরাদ্দ না পাওয়া পর্যন্ত এএমএস’র আওতায় আটা বিক্রি বন্ধ থাকবে। সংশি¬ষ্ট বিভিন্ন সুত্রে জানা গেছে, খাদ্য বিভাগের কেন্দ্রীয় গোডাউনে গমের সংকট চলছে। তাই জেলার গোডাউনগুলোতে সীমিত পরিমান গম সরবরাহ করা হচ্ছে। বিরোধী দলের টানা হরতাল-অবরোধে পরিবহন সংকটের কারণে এ অবস্থার সৃস্টি হয়েছে বলে সূত্রগুলো নিশ্চিত করেছে।