বরিশাল বিভাগের সেরা পাঁচ জয়ীতা সংবর্ধিত

বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন:  কর্মক্ষেত্রে অবদানের জন্য সম্বর্ধিত হয়েছেন বরিশাল বিভাগের ৫ জন জয়ীতা। শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের “জয়ীতা অন্বেষণে বাংলাদেশ” এর উদ্যোগে সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

01
কর্মক্ষেত্রে অবদানের জন্য সম্বর্ধিত হয়েছেন বরিশাল বিভাগের ৫ জন জয়ীতা

এতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম। তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীরা পিছিয়ে থাকলে সমগ্র দেশ পিছিয়ে থাকবে। তিনি আরও বলেন, নারীর উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর, নারীদের কর্মক্ষেত্রে নিজ নিজ সাফল্যের জন্য তাদের সম্বর্ধিত করে তাদের উৎসাহিত করা এবং অপরকে উদ্বুদ্ধ করার জন্য এই আয়োজন।

বিভাগীয় কমিশনার মো. গাউসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা প্রশাসক  মো.শহীদুল আলম ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম।

অনুষ্ঠানে সফল জননী হিসেবে ঝালকাঠীর রাজাপুরের রওশন হক, অর্থনীতিতে গৌরনদীর মাহিলাড়ার সীমা বেগম, সামাজিক কর্মকাণ্ডে ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার কানিজ সুলতানা হেলেনা, নির্যাতনের বিভীষিকা থেকে মুক্তি পেয়ে নতুন উদ্যমে কাজ শুরু করায় পটুয়াখালীর মৌকরনের শুকরিয়া বেগম এবং শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সফলতায় বরিশালের মেহেন্দিগঞ্জের লিপিকা সাহাকে বিভাগের শ্রেষ্ঠ জয়ীতা  ঘোষণা করা হয়। এসময় তাদের হাতে ১০ হাজার টাকা এবং সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।