রংপুর থেকে জয়নাল আবেদীন: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি দেশব্যাপী রোববার থেকে ৭২ঘন্টা হরতাল আহবান করা হলেও বিভাগীয় নগরী রংপুরে হরতালের তেমন কোনো প্রভাব নেই। নগরীর ৯৫ ভাগ দোকান পাট খোলা রয়েছে।স্কুল কলেজ খোলা। সবধরনের যানচলাচ সহ ব্যাংক-বীমায় স্বাভাবিক লেনদেন হচ্ছে।
নগরীর গ্রান্ড হোটেল মোড়ে বিএনপি দলীয় কার্যালয়ে গুটি কয়েক নেতাকর্মী অবস্থান করছে। সকালে জামাত শিবির কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে।এদিকে নাশকতার অভিযোগে পুলিশী অভিযানে জামায়াত-বিএনপি‘র ৭জনসহ মোট ৬৯ জনকে আটক করেছে।