রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহীতে কাউন্টারে দাঁড়িয়ে থাকা হানিফ পরিবহনের দুইটি গাড়িতে পেট্রলবোমা মেরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় রিংকু নামে এক বিএনপিকর্মীকে পায়ে গুলি করে আটক করে পুলিশ। ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী টানা ৭২ ঘণ্টার হরতালের শুরুতে রবিবার সকাল সোয়া ৬টার দিকে রাজশাহী শিরাইল বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আটকের সময় রিংকুর কাছ থেকে দুইটি পেট্রলবোমা, কয়েকটি লোহার রড ও একটি চাকু উদ্ধার করে পুলিশ। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, সকাল সোয়া ৬টার দিকে ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলাম পল্টুর ভাতিজা রিংকুর নেতৃত্বে ১০-১২ জন বিএনপি নেতাকর্মী শিরোইল বাস টার্মিনাল এলাকায় যায়। এ সময় তারা কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা হানিফ পরিবহনের দুইটি গাড়ির কাঁচ লোহার রড দিয়ে ভেঙে তাতে পেট্রলবোমা মেরে আগুন ধরিয়ে দেয়। তিনি আরও জানান, গাড়ির ভেতরে থাকা হেলপারের চিৎকারে স্থানীয় জনতা ও পুলিশ এগিয়ে এলে বিএনপি নেতাকর্মীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় বিএনপিকর্মী রিংকুর পায়ে গুলি করে আটক করে পুলিশ।
এছাড়া ঘটনার পর তালাইমারী এলাকায় অভিযান চালিয়ে সেন্টু ও মিমকে আটক করা হয়। পরে ফায়ার সার্ভিসকর্মীরা এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাস দুইটি ভস্মীভূত হয়ে যায়।
রাসিক কাউন্সিলরসহ ১৭ জন আসামি, আটক ৩: হানিফ পরিবহনের দুইটি বাসে পেট্রলবোমা মেরে আগুন দেওয়ার ঘটনায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা তরিকুল ইসলাম পল্টুকে প্রধান আসামি করে দুইটি মামলা করা হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলাম বাদী হয়ে পুলিশ লাঞ্ছিত ও বিস্ফোরক আইনে মামলা দুইটি করেছেন।
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, বিএনপি নেতা ও ওয়ার্ড কাউন্সিলর তরিকুল ইসলাম পল্টুর বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা আছে। সকালের ঘটনাটিও তার নির্দেশে রিংকুসহ বেশ কয়েকজন মিলে ঘটিয়েছে। মামলায় রাসিক ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা তরিকুল ইসলাম পল্টুকে প্রধান আসামি করে তার ভাই রেজাবুল হাসান সেন্টু, ভাতিজা মিম আল মাহমুদ ইসতিয়াক ও রিংকুসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্য সেন্টু, মিম ও রিংকুকে গ্রেফতার দেখানো হয়েছে।