কমলনগর (লক্ষ্মীপুর) থেকে মোঃ ওয়াজি উল্যাহ জুয়েল: লক্ষ্মীপুরের কমলনগরে একটি ট্রাক ও দুইটি যাত্রীবাহী লেগুনায় অগ্নিসংযোগ করেছে হরতালকারীরা। এসময় একটি পিকআপ ভাঙচুর করা হয়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১ মার্চ) দুপুর ১ টার দিকে রামগতি লক্ষ্মীপুর সড়কের কমলনগরের হাফেজিয়া মাদ্রাসা ও হাজিরহাট দক্ষিণ বাজার এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর থেকে যাত্রীবাহী লেগুনা রামগতি যাচ্ছিল। পথে কমলনগরের হাফেজিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছলে হরতালকারীরা যাত্রী নামিয়ে পেট্রোল ঢেলে আগুন দেয়। ওই এলাকায় ইট বহন করা একটি ট্রাকেও আগুন দেয় তারা এবং একটি পিকআপ ভাঙচুর করে।
এদিকে, একই সময় হাজিরহাট দক্ষিণ বাজার এলাকায় অপর একটি লেগুনায় আগুন দিয়ে হরতালকারীরা পালিয়ে যায়।
কমলনগর থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।