শেরপুরে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

শেরপুর থেকে হাকিম বাবুল: শেরপুর শহরের চকপাঠক এলাকা থেকে ৮০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী পারভীন আক্তারকে আটক করেছে র‌্যাব। আটককৃত পারভীনের স্বামীর নাম নাজির হোসেন।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ মার্চ দুপুরে র‌্যাব-১৪ সিপিসি-১ কমান্ডার আনিসুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে চকপাঠক এলাকায় ব্যবসায়ী সানোয়ার হোসেনের বাসার সামনে থেকে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়।

শেরপুর সদর থানার ওসি মো. মাজহারল করিম জানান, এ ঘটনায় র‌্যাব মাদক আইনে একটি মামলাসহ এক মহিলাকে সোপর্দ করেছে।