স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে কোনো আলোচনা নয়- প্রতিমন্ত্রী বিরেন শিকদার

রাজশাহী থেকে কাজী শাহেদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেন শিকদার বলেছেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তির সঙ্গে কোনো আলোচনা হতে পারে না। যারা দেশকে অকার্যকর করতে চায়, বোমা মেরে সাধারণ মানুষকে হত্যা করে, দেশে জঙ্গিবাদ, মৌলবাদের উত্থান ঘটাতে ব্যস্ত তাদের সঙ্গে আলোচনা নয়। তাদের সঙ্গে আলোচনা মানে দেশকে আরো বিপন্নতার মুখে ঠেলে দেওয়া।’ শনিবার দুপুরে রাজশাহীর বাগমারায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধু কমপ্লেক্সে স্থানীয় ব্যবসায়ী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাগমারা উপজেলা চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, ভবানীগঞ্জ বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল ও সাধারণ সম্পাদক আবু তালেব প্রমুখ।

বিকালে বাগমারা উপজেলার ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে সালেহা ইমারত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের পুরস্কার বিরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিরেন শিকদার।