হোসেনপুর শিক্ষা অফিসের বইয়ের গুদামে আগুন

কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল: হোসেনপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে বইয়ের গুদামে রোববার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুড়ে গেছে বেশ কিছু বই। শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ মাঠের পূর্ব দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বইয়ের গুদামের পিছনের জানালা দিয়ে আগুনের ধোয়া বের হতে থাকে। পাশে থাকা বিআরডিবি অফিসের লোকজন আগুন দেখতে পেয়ে ডাকচিৎকার শুরু করেন।

Kishoreganj (Fire at TEO Office)-01-03-15
প্রাথমিক শিক্ষা অফিসে বইয়ের গুদামে আগুন দেয় দুবৃত্তরা

পরে স্থানীয় জনতা ও শিক্ষা অফিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। উপজেলা শিক্ষা অফিসার একেএম আব্দুল বাছেদ জানান, অগ্নিকাণ্ডে মূল্যবান কাগজ-পত্রের ক্ষয়ক্ষতি হয়নি। হোসেনপুর থানার ওসি মো. নান্নু মোল্লা জানান, অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।