দিনাজপুরে মাদ্রাসা ছাত্র হত্যা, শিক্ষক গ্রেফতার

দিনাজপুর থেকে রতন সিং:  দিনাজপুরে এক মাদ্রাসা ছাত্রকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একই মাদ্রাসার এক শিক্ষককে গ্রেফতার করেছে।

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার সুন্দরপীর নুরানী ইসলামী বোডিং ও হাফিজিয়া মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্র সোহাগ ইসলাম (১৫) এর লাশ রোববার সকালে মাদ্রাসার পেছনের এক গর্ত থেকে উদ্ধার করা হয়। নিহত সোহাগ একই উপজেলার রহমতনগরের আবু সাঈদের পুত্র।

রোববার সকালে ছাত্ররা দেখতে পান মাদ্রাসার পেছনের গর্তে কুকুর লাশ নিয়ে টানাহেচরা করছে। দৃশ্যটি দেখে ছাত্ররা মাদ্রাসার শিক্ষকদের বিষয়টি জানান। শিক্ষকরা থানায় খবর দিলে পুলিশ এসে সোহাগের লাশ উদ্ধার করে।

পার্বতীপুর থানার ওসি মাহমুদুল আলম জানান, ছাত্ররা অভিযোগ করেন তাদের শিক্ষক ইমদাদুুল হক রিপন (২৭) প্রায়শ সোহাগকে পেটাতো। শনিবারও তাকে পেটানো হয়। পুলিশ এই অভিযোগের কারণে হত্যার সাথে জড়িত থাকা সন্দেহে মাদ্রাসা শিক্ষক ইমদাদুল হক রিপন (২৭)কে গ্রেফতার করেছে। ওসি আরও জানান, সম্ভবত সোহাগকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার পর শনিবার গভীর রাতে লাশটি গর্তে ফেলে মাটি চাপা দেয়া হয়।

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্ত সম্পন্ন শেষে স্বজনের নিকট লাশ হস্তান্তর করা হয়। নিহতের পিতা আবু সাঈদ বাদী হয়ে পার্বতীপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনাটি মাদ্রাসার ছাত্রদের মাঝে আতঙ্কের পাশাপাশি ক্ষোভের সঞ্চার করেছে।