ফসলি জমিতে মৎস্য প্রকল্পের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল: কিশোরগঞ্জে খাল কেটে দুই ফসলি জমিকে মৎস্য প্রকল্প বানানোর প্রতিবাদে সোমবার সকালে সদর উপজেলার যশোদল ইউনিয়নের বীরদামপাড়া গ্রামে এলাকার শত শত নারী-পুরুষ মানববন্ধন করেছে।

Kishoreganj (Peasants' Human Chain)-02-03-15
ফসলি জমিকে মৎস্য প্রকল্প বানানোর প্রতিবাদে এলাকার শত শত নারী-পুরুষ মানববন্ধন করেছে

মানববন্ধনে অংশ নেওয়া কৃষক ইব্রাহিম, জালালউদ্দিন ও খোকনসহ অন্যরা জানান, বীরদামপাড়া মৌজায় এলাকাবাসীর দুই ফসলি জমি রয়েছে। এসব জমিতে আমন এবং বোরো ধান আবাদ হয়। আবার বর্ষাকালে এসব জমিতে প্রাকৃতিক মৎস্য পাওয়া যায়। এলাকাবাসী এখান থেকে মাছ শিকার করে যেমন পারিবারিক চাহিদা মেটান, তেমনি মৎস্যজীবীরা মাছ শিকার করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।

কিন্তু বীরদামপাড়া গ্রামের হারুন-অর রশিদ ও তিলকনাথপুর গ্রামের আব্দুল লতিফ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের সহায়তায় ‘পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি.’ নামে এসব ফসলি জমিতে খাল কেটে স্লুইসগেট নির্মাণ করে পানি আটকে মাছ চাষের পরিকল্পনা করেছে। অথচ এই প্রকল্প বাস্তাবায়িত হলে একদিকে খালের মাধ্যমে এসব জমির পানি সরে গিয়ে ধান চাষ ব্যাহত হবে। অন্যদিকে বর্ষাকালে এলাকাবাসীর মৎস্য আহরণও বন্ধ হয়ে যাবে। কাজেই এই জনস্বার্থ বিরোধী প্রকল্প বাতিল করার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন।

২০১৩ সালেও এরকম উদ্যোগ গ্রহণ করলে তখন এলাকাবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে প্রকল্পটি বাতিলের দাবিতে লিখিত আবেদন জানানো হয়েছিল।