রায়পুর পৌর জামায়াতের আমিরসহ ২ জন গ্রেফতার

রায়পুর (লক্ষ্মীপুর) থেকে  মো. মাহবুবুল আলম মিন্টু: লক্ষ্মীপুরের রায়পুর পৌর জামায়াতের আমীর ও রাখালিয়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক মাষ্টার মো: ইসমাইল হোসেনকে (৫৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২ মার্চ) দুপুরে ওই বিদ্যালয়ের শ্রেণি কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি চরমহোনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর গ্রামের সেকান্তর মিয়ার ছেলে।

রোববার বিকেলে আব্দুল কুদ্দুস নামে একই বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ও জামায়াত কর্মীকে শ্রেণিকক্ষ থেকে আটক করা হয়েছে। তিনি দালালবাজার ইউনিয়নের বাসিন্দা।

এর প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা রায়পুর-লক্ষ্মীপুর সড়কের রাখালিয়া বাজার সড়কে ১০টি গাড়ি ভাংচুর ও সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি শান্ত করে।

পুলিশ জানায়, ৫ জানুয়ারি রায়পুর বাসটার্মিনাল এলাকায় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের সংর্ঘষের সময় পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপে ওসিসহ কয়েক পুলিশ আহত হয়। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে ঘটনার দিনই বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করে। এ মামলায় ও সড়কে নাশকতার অভিযোগে পুলিশ মাষ্টার ইসমাইল হোসেনকে গ্রেফতার করে তাদের কার্যালয়ে নিয়ে যায়।

রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, জামায়াত নেতা মাষ্টার ইসমাইলের বিরুদ্ধে নাশকতার সাথে জড়িত ও মামলা থাকায় গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে।