রাজশাহীতে মেয়র বুলবুল ও আ’লীগ নেতা লিটনের বাড়িতে হামলা

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র ও বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলের বাড়িতে হামলা চালিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। সোমবার রাত ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলায় মেয়রের শ্বাশুরি সাহারা বেগম আহত হয়েছেন।

মেয়র বুলবুলের ভাই মোস্তাক আহম্মেদ ঝন্টু জানান, রাত ১০টার দিকে আওয়ামী লীগের ২০-২৫ জন নেতাকর্মী লাঠিসোটা ও ইট নিয়ে বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির জানালার কাঁচ ভাঙচুর করে। এ সময় হামলাকারীদের ছোঁড়া ইটের আঘাতে মেয়রের শ্বাশুরি সাহারা বেগমের মাথা ফেটে যায়।

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বাড়িতে হামলার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। তবে পুলিশ যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। কারা এ হামলার সঙ্গে জড়িত তা পুলিশ খুঁজে দেখছে।

এদিকে  আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাড়িতে ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাত সোয়া ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, সোমবার রাতে দুর্বৃত্তরা সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এএইচএম খায়রুজ্জামান লিটনের উপশহর এলাকার বাড়িতে ককটেল হামলা চালায়। ককটেলটি বাড়ির দোতলার বেলকনিতে বিস্ফোরিত হয়। তবে এতে কেউ আহত হয়নি।