কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল: কিশোরগঞ্জ শহরের কাচারিবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চালের আড়ত ও মুদির দোকানসহ ৯টি দোকান ভষ্মীভূত হয়ে গেছে। এতে আনুমানিক অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
মঙ্গলবার ভোরবেলায় আগুনের সূত্রপাত হয়ে দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। বাজারের দোকাগুলো পাশাপাশি লাগানো থাকায় কিছুক্ষণের মধ্যেই ৯টি দোকানে আগুন বিস্তার লাভ করে। তবে দমকল বাহিনীকে খবর দিলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ৬টি চালের দোকনসহ মুদি এবং গুড়ের দোকন পুড়ে যায়। জেলা বাজার কর্মকর্তা আবুল কাশেম জানিয়েছেন, শ্যামল দত্ত, বিল্লাল মিয়া, হরিদাস পাল, সোনা মিয়া, চান মিয়া এবং শরীফ মিয়ার দোকানের ৩০ লাখ ৭৪ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫৩৭ বস্তা চাল পুড়ে গেছে।
সব মিলিয়ে ৪২ লাখ টাকার মত ক্ষতি হয়েছে বলে বাজার কর্মকর্তার ধারণা। তবে ব্যবসায়ীরা প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। ফায়ার সার্ভিস অফিস সূত্র জানায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।