দিনাজপুরে ট্রাকে পেট্রোলবোমা, ৩টি যানবাহন ভাংচুর

দিনাজপুর থেকে রতন সিং:  অবরোধকারীরা সোমবার সকালে দিনাজপুরে ১টি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ ও ১টি ট্রাক ও ২টি ইজিবাইক ভাংচুর করেছে।
সোমবার সকাল ৭টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়ায় রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে একটি ট্রাকের গতিরোধ করা হয়। ট্রাক থেকে চালক ও হেলপারকে নামিয়ে পেট্রোলবোমা নিক্ষেপ করা হলে ট্রাকের কেবিন ও সামনের অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়। পরে এলাকাবাসী আগুন নেভায়। এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় ট্রাকের চালক নিরেন চন্দ্র সরকার সাধারণ ডায়েরি করেছেন।

এদিকে সকালে একই মহাসড়কের চিরিরবন্দর উপজেলার আমতলীতে অবরোধকারীরা ২টি ইজিবাইক ভাংচুর করে। বীরগঞ্জ উপজেলার হাবলুরহাটে একটি ট্রাক ভাংচুর করা হয়। তবে এসব ঘটনায় কেউ আহত হয়নি।