রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর সিটি কর্পোরেশন এলাকায় ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান শুরু করেছে রংপুর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযানের প্রথমদিনে বাবু খাঁ, গ্রান্ড হোটেল মোড়, রংপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, টেবিল টেনিস ক্লাব, রংপুর কেন্দ্রীয় ডাকঘর, সুরভী উদ্যান, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনের এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্টেট রাশেদুল ইসলাম জানান, এসব এলাকায় প্রায় অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। তিনি আরো জানান, অভিযানের সময় বাবু খাঁ এলাকায় অননুমোদিত দেয়াল সহ গ্রান্ড হোটেল মোড়ে ফুটপাতের উপর অবৈধভাবে নির্মাণ করা আটটি অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়।