লক্ষ্মীপুরের রামগতিতে যুবলীগ কর্মীকে কুপিয়ে আহত

কমলনগর (লক্ষ্মীপুর) থেকে মো. ওয়াজি উল্যাহ জুয়েল: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ইউনিয়ন যুবলীগকর্মী মো. জামাল উদ্দিনকে (৪০) কুপিয়ে আহত করেছে দুবৃর্ত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রামগতি উপজেলার ২নং চর বাদামী ইউনিয়ন যুবলীগকর্মী জামাল উদ্দিনকে দুবৃর্ত্তরা মঙ্গলবার বিকেল ৩ টার দিকে ওই ইউনিয়নের পূর্ব চরসীতা গ্রামে কুপিয়ে যখম করে। তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে পূর্ব চরসীতা গ্রামের পাঞ্চাত বাড়ির আবুল কাশেমের ছেলে।

রামগতি থানা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন হেলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজনৈতিক ও পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে যখম করে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা তাকে কুপিয়ে যখম করেছে।