হরতাল বাড়লো, বুধবারের এসএসসি পরীক্ষা স্থগিত

হরতাল আরও ৪৮ ঘণ্টা বাড়িয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। মঙ্গলবার দুপুরে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই হরতাল বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।

এর ফলে চলমান অবরোধের পাশাপাশি দেশব্যাপী পূর্বঘোষিত ৭২ ঘণ্টার টানা হরতাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চলবে।

বিবৃতিতে বৃহস্পতিবার (৫ মার্চ) সারাদেশের জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে শান্তিপূর্ণ গণমিছিল কর্মসূচিও ঘোষণা করা হয়েছে ।

হরতালের সময় বাড়ানোয় আগামীকাল বুধবার অনুষ্ঠেয় এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বলা হয়, অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিবর্তিত তারিখ পরে জানানো হবে। হরতালের কারণে এবার নিয়ে ১৩দিনের পরীক্ষা স্থগিত করা হলো।