ঈশ্বরদী (পাবনা) থেকে স্বপন কুমার কুন্ডু: লাগাতার হরতাল ও অবরোধের ৫৬তম দিনে ঈশ্বরদীতে ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা। মঙ্গলবার রাত সাড়ে আটাটার দিকে আই কে রোডের ছলিমপুর কলেজের সামনে একটি গরুভর্তি ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এ সময় ট্রাকের ড্রাইভার লিয়াকত (৫০) ও গেহলপার স্বপন (৩৫) ছাড়াও ট্রাকের ২১টি গরু অগ্নিদগ্ধ হয়।
আহতদের বাড়ি কুস্টিয়া জেলার ফিলিপনগর ও দৌলতপুরে। ট্রাকটি কুস্টিয়ার মথুরাপুর থেকে ট্রাক বোঝাই করে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। আহতদের ঈশ্বরদী হাসপাতালে নেওয়া হয়েছে। এ সংবাদ লেখার সময় শিমূলতলা এলাকায় জামায়াতের এক কর্মীকে আটক করে জনতা মারধর করে রাস্তায় ফেলে রাখে। তার নাম মোয়াজ্জে হোসেন বলে জানা গেছে। সে ঈশ্বরদীর চরমিরকারী এলাকার হেদায়েত পাড়া গ্রামের বাসিন্দা বলে জানা যায়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (সার্বিক ও তদন্ত) ঘটনাস্থলে গেছেন এবং বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।