পেট্রোলবোমায় নিহত ভোলার ট্রাক চালক শিপনের বাড়িতে শোকের মাতম

ভোলা থেকে আবু সাবিত: চাপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের ছোঁড়া পেট্রোলবোমার আঘাতে নিহত ভোলা জেলার বোরহানউদ্দিন এলাকার এমরান হোসেন শিপনের বাড়িতে চলছে শোকের মাতম। ছেলেকে হারিয়ে কাঁদছেন মাবাবাসহ আত্মীয় স্বজনরা। এদিকে স্বামী হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন স্ত্রী শাহনাজ বেগম। দরিদ্র পরিবারের উপার্জক্ষম ব্যাক্তির এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেনা  পরিবারের সদস্যসহ প্রতিবেসীরা।

চাপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দরে যাওয়ার পথে মঙ্গলবার ভোরে কানসাট এলাকায় ট্রাকে পেট্রোলবোমা হামলায় নিহত হন ভোলার শিপন।

পরিবারের লোকজন জানায়, বোরহানউদ্দিন পশ্চিম পক্ষিয়া গ্রামের দরিদ্র পরিবারের সন্তান শিপন। জীবীকার টানে বিভিন্ন জেলায় ট্রাক চালিয়ে পরিবারের সদস্যদের দু’বেলা দু’মুঠো খাবারের ব্যবস্থা করতেন। দেশের অবস্থা ভালো না থাকায় ১০ দিন পরেই তার বাড়ি ফিরে আসার কথা ছিলো। কিন্তু দুবৃর্ত্তদের ছোড়া পেট্রোলবোমায় মারা যানা তিনি। দুর্ঘটনার আগের দিন সন্ধ্যায় ফোনে বাড়িতে ফিরে আশার কথা জানিয়েছিলেন শিপন। তাই ছেলের অপেক্ষায় ছিলেন মা।

ছোট বেলা থেকেই ট্রাক চালাতো শিপন। ৭ বছর আগে বিয়ে করে। শিপনের ৫বছর বয়সী মেয়ে সিনথিয়া ও ৬মাস বয়সী শিশু আজিম এখনও জানেনা যে তার বাবা পৃথীবিতে নেই, ঘটনার পর থেকেই  শিপনের বাড়িতে চলছে শোক আর আহাজারি। স্বামীর করুন মৃত্যু কিছুতেই মেতে নিতে পারছেন না স্ত্রী। বারবার সংজ্ঞাহীন হয়ে পড়ছেন তিনি।

তার স্বপ্ন ছিলো ছোট ছেলে-মেয়েদের পড়ালেখা করিয়ে উচ্চ শিক্ষিত করে তুলবেন। কিন্তু তার সে স্বপ্ন পূরণ হলো না। ওই পেট্রোল সন্ত্রাসীদের ধরে দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।