মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে দেড় কোটি টাকার ক্ষতি, আতঙ্কে বৃদ্ধার মৃত্যু, আহত ৫

বাগেরহাট থেকে বাবুল সরদার: বাগেরহাটের মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ১৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার ভোররাতের দিকে উপজেলা সদরের প্রধান বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও বাগেরহাট সদর এবং মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনের ভয়াবহতা দেখে পূর্ণিমা রানী (৭৬) নামে এক বৃদ্ধা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন এবং আগুন নেভাতে গিয়ে পাঁচজন আহত হয়েছে। এদের মধ্যে সঞ্জীব কুন্ড (৪০), কালাচাঁদ কুন্ড (৪২) এবং রেঞ্জার শেখকে (৩১) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Bagerhat Pgoto (04-03-15)
মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ১৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে

বাগেরহাট ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নুল আবেদীন তীতাস জানান, মোরেলগঞ্জ উপজেলা বাজারে একটি জুতার দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে। মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম বলেন, বুধবার ভোররাতের দিকে আগুন লেগে বাজারের বেশ কয়েকটি ছোট-বড় দোকান পুড়ে গেছে। এ ঘটনার পর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু ও থানার ওসি মো. রফিকুল ইসলামসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং তালিকা অনুয়ায়ী তাদের সাহায্য দেওয়া হবে বলে ইউএনও জানান।