রংপুর থেকে জয়নাল আবেদীন: উপাচার্য অধ্যাপক নুর উন নবীর অপসারণসহ বিভিন্ন দাবিতে আমরণ অনশনরত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলায় দুই শিক্ষকসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। এ সময় পুলিশ গুলি বর্ষণ ও টিয়ার সেল এবং লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। মঙ্গলবার সন্ধা সাড়ে ৭ টায় এ ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও আমরণ অনশনরত শিক্ষক-শিক্ষার্থীরা জানায়, উপাচার্যের অপসারণসহ বিভিন্ন দাবিতে বেগম রোকেয়া বিশ্বব্দ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা ২৩ দিন ধরে ক্যাম্পাসের অভ্যন্তরে পুলিশ ফাঁড়ির সামনে অনশন করছে।
মঙ্গলবার সন্ধার দিকে মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমানের নেতৃত্বে একদল এলাকাবাসী অনশনস্থলে গিয়ে তাদের অনশন প্রত্যাহার করতে বলেন। এ নিয়ে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এ সময় বহিরাগতরা অনশনকারীদের উপর হামলা চালায় এবং চেয়ার টেবিলসহ আসবাব পত্র ভাংচুর করে। এতে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক তাবিবুর রহমানসহ ১৫ জন আহত হন।
এদিকে আমরণ অনশনরত শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার খবর জানাজানি হলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ করে তারা দায়ীদের গ্রেফতার ও শাস্তি দাবি করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে দুািট বাসসহ ১০টি ইজিবাইক ভাংচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ২০ রাউন্ড শট গানের গুলি, ১৫ রাউন্ড টিয়ার সেল ও লাঠি চার্জ করে। এতে আরও ১০ জন আহত হয়। এক ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের পর বিপুল সংখ্যক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে।