ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক: ঝিনাইদহ কোটচাঁদপুরে ১ কেজি ১শ’৫০ গ্রাম সোনা উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে ঢাকা থেকে জীবননগরগামী জে, আর পরিবহনের একটি বাস তল্লাশী করে এসব সোনা উদ্ধার করা হয়। এ সময় পুলিশ দু’জনকে আটক করে।
আটককৃতরা হলো, চুয়াডাঙ্গার জীবননগর শহরের বাজারপাড়ার ষষ্টি কর্মকারের ছেলে সুনীল কর্মকার ও ফয়েজুল্লাহ মোল্লার ছেলে ওবায়েদুল¬াহ মোল্লা। কোটচাঁদপুর থানার ওসি সাহিদুল ইসলাম শাহীন জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চোরা কারবারীরা ঢাকা থেকে দর্শনাগামী পরিবহনের একটি বাসে সোনা পাচার করছে। খবর পেয়ে কোটচাঁদপুর শহরে বাসটিতে তল্লাশী করে সোনা উদ্ধার ও দু’জনকে আটক করে। এ সোনা তাদের শরীরে বাঁধা ছিল।