রাবি শিক্ষক লিলন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পলাতক রেশমা আটক

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের জনপ্রিয় শিক্ষক অধ্যাপক একেএম শফিউল ইসলাম লিলন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে রেশমা বেগমকে আটক করেছে পুলিশ। রেশমা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব শাখার কর্মকর্তা। এর আগে হত্যাকাণ্ডে জড়িত থাকায় র‌্যাব সদস্যরা রেশমার স্বামী আবদুস সামাদ পিন্টুকে গ্রেফতার করে।

নগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জাহিদুল ইসলাম জানান, রাবি শিক্ষক লিলন হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে রেশমা পলাতক ছিলেন। বৃহস্পতিবার ভোরে গোপনে খবর পেয়ে পুলিশ মেহেরচন্ডী এলাকা থেকে রেশমাকে আটক করে।

ওসি আরও জানান, রেশমার সঙ্গে ওই শিক্ষক অশালীন আচরণ করায় ক্ষুব্ধ হয়ে পিন্টু অন্যদের নিয়ে হত্যাকাণ্ডে অংশ নেয় বলে তাদের কাছে তথ্য আছে। র‌্যাব এ ঘটনায় পিন্টু ছাড়াও আরও ৫ জনকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। তবে আদালতে হাজির করা হলে গ্রেফতারকৃতরা জবানবন্দী দিতে অস্বীকার করে। রেশমা এ হত্যাকা- সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবে বলে দাবি পুলিশের।

১৫ নভেম্বর রাবি সংলগ্ন চৌদ্দপাই এলাকায় নিজ বাসার সামনে দুর্বৃত্তদের হামলায় নিহত হন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম লিলন।