রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম লিলন হত্যাকাণ্ডের ঘটনায় নিজের জড়িত থাকার কথা অস্বীকার করেছে র্যাবের হাতে গ্রেফতার সিরাজুল ইসলাম কালু। গতকাল বুধবার স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করতে কালুকে আদালতে উপস্থাপন করে মতিহার থানা পুলিশ। সেখানে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে অস্বীকার করে।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, র্যাবের হাতে গ্রেফতার সিরাজুল ইসলাম কালু এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। তাকে গতকাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শারমিন আকতারের আদালতে উপস্থাপন করা হয়। তবে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে অস্বীকার করে। এর আগেও সিরাজুল ইসলাম কালুর স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করতে আদালতে উপস্থাপন করা হয়েছিল। তখনও সে জবানবন্দী দিতে অস্বীকার করেছিল।