আন্তর্জাতিক নারী দিবসে বিভিন্ন জেলায় মানববন্ধন

নেত্রকোনা থেকে মীর মনিরুজ্জামান: “নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০১৫ উপলক্ষে নেত্রকোনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন হয়েছে।

Netrakona pic -1
আন্তর্জাতিক নারী দিবসে নেত্রকোনায় মানববন্ধন

শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত শহরের জয়নগর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলার ১২টি সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ  এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মাহে আলম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌসী বেগম, পৌর মেয়র প্রশান্ত কুমার রায়সহ অন্যরা। তাঁরা সকল ক্ষেত্রে  নারীর নিরাপত্তা নিশ্চিত করা ও ৮মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সরকারি ছুটি ঘোষণার দাবি জানান।

কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি
কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল: কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে শুক্রবার সকালে সরকারি শিশু সদন (বালিকা) প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে জেলা মহিলা পরিষদ, বিভিন্ন মহিলা সমিতি ও বেসরকারি উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীরা অংশ নেন।

Kishoreganj (Human Chain Photo)-06-03-15
কিশোরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কামিজা ইয়াসমিনের সভাপতিত্বে ‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’ প্রতিপাদ্যের ওপর মানববন্ধনে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফেরদৌস, জেলা মহিলা পরিষদ সভানেত্রী সুলতানা রাজিয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার লুনা, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান খালেদা ফেন্সি বেগম, ব্র্যাক কর্মকর্তা বজলুর রশিদ, মানবাধিকার ফোরামের সভাপতি রুহুল আমিন প্রমুখ।

বক্তাগণ পারিবারিক সহিংসতা ও নারী নির্যাতন বন্ধ করে নারীর ক্ষমতায়নের মাধ্যমে তাদেরকে সমাজে মর্যাদার সঙ্গে বসবাসের উপযোগী পরিবেশ তৈরির জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান। এর জন্য নারী সমাজকে সোচ্চার হবার জন্যও আহবান জানানো হয়।

বরিশালে আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচি
বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: নারীর ক্ষমতায়ন মানবতার উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয় নিয়ে বরিশালে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত হচ্ছে। শুক্রবার সকাল দশটায় মানবন্ধনের মধ্যদিয়ে চার দিনের কর্মসূচির সূচনা হয়েছে।

Barisal news, file-1 Women day objervation-06.03.15
বরিশালে আন্তর্জাতিক নারী দিবসের মানববন্ধন

অশ্বিনী কুমার হলের সামনে এই কর্মসূচির সভাপত্বি করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাশিদা বেগম। মানবন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. শহীদুল আলম বলেন, সমাজ তথা দেশের অগ্রগতির জন্য নারীর উন্নয়নের কোন বিকল্প নেই। নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা কিছু কমে আসলেও এখন নতুন পন্থায় নির্যাতন হচ্ছে। প্রত্যেককে বুঝতে হবে নারীর প্রতি সহিংসতা বা নির্যাতন করলে দেশ পিছিয়ে যাবে। তাই দেশ ও দশের উন্নয়নের জন্য নারীর কল্যাণে ও অগ্রগতির জন্য আমাদের কাজ করতে হবে। এসময় আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, মহিলা পরিষদের সহ সভাপতি নূরজাহান বেগম, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টুসহ অন্যরা। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনেএই কর্মসূচিতে বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।