নেত্রকোনা থেকে মীর মনিরুজ্জামান: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বড় ভাইকে গলা কেটে হত্যা করেছে ছোট ভাই। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকা- ঘটেছে বলে জানায় পুলিশ। শুক্রবার সকাল সাতটার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের পেচুন্দরী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ মিয়া (২৮) পেচুন্দরী গ্রামের মৃত আব্দুল মল্লিকের ছেলে। ছোট ভাই সাফায়েত মিয়া (২০) ঘটনার পর পালিয়ে যায়।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জের ধরে শুক্রবার সকালে ঘুমন্ত অবস্থায় বড় ভাইয়ের গলায় ছুরি চালিয়ে হত্যা করে পালিয়ে যায় ছোট ভাই সাফায়েত। পুলিশ লাশ উদ্ধার কওে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান কেন্দুয়া থানার ওসি অভিরঞ্জন দেব।