মৌলভীবাজার থেকে আজিজুল ইসলাম: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা ৬নং ওয়ার্ডের জয়পাশা তেলিপুকুর পাড় থেকে তাসলিমা আক্তার নোহা (১৩) নামের এক কিশোরীর লাশ মুখে ওড়নাগুজা ও গলাকাটা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় লোকজনের ধারণা কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তাসলিমা বৃহস্পতিবার সন্ধ্যায় উছলাপাড়া বাসা থেকে বের হলে রাতে আর বাসায় ফিরেনি। রাতে অনেক খোঁজাখুজি পর তাকে পাওয়া যায় নি। শুক্রবার সকালে জয়পাশা এলাকার ৬নং ওয়ার্ডের জয়পাশা গ্রামের পৌর কবরস্থানের পাশের তেলিপুকুরের পাড়ে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে এসআই ওয়াসিমুল বারির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, নিহত তাসলিমা কমলগঞ্জ উপজেলার শমসেরনগরের আবুল হোসেনের মেয়ে। সে কুলাউড়া পৌরসভার উছলাপাড়া এলাকায় বসবাস করতো এবং ওই এলাকার অবসরপ্রাপ্ত শিক্ষক শাফাত উদ্দিন আহমদের বাসার কাজ করত।
কুলাউড়া থানার এসআই ওয়াসিমুল বারী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। কিশোরীর গলা ও হাতের কবজী কাটা, গলায় ওড়না দিয়ে পেছানো, মুখের ভেতরও ওড়না গুজা ছিলো। তাছাড়া শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান জানান, ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। ঘটনাটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
রাজনগরে চা শ্রমিকের মৃতদেহ উদ্ধার
মৌলভীবাজারের রাজনগর উপজেলার হাজী নগর চা বাগান থেকে শুক্রবার শ্রমিক মনুয়া কলের (৩৫) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে বাগানের চা শ্রমিক রাম নারায়ণ কলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাজী নগর চা বাগানে একটি কাঁঠাল গাছের ডালের ঝুলন্ত অবস্থায় মনুয়া কলের মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করে।
রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম জানান, এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই জানা যাবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।