ফেইসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করায় নেত্রকোনায় যুবক আটক

নেত্রকানো থেকে মীর মনিরুজ্জামান: নেত্রকোনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে তা ফেইসবুকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আতিক হাসান (২৩) নামে এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক জেলার বারহাট্রা উপজেলার রায়পুর ইউনিয়নের চল্লিশ কাউনিয়া গ্রামের হাজী মোহাম্মদ নবাব আলীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বারহাট্রা উপজেলার ফকিরের বাজার এলাকায় মোবাইল ফোন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে তা ফেইসবুকে পোষ্ট দেওয়ার সময় আতিক হাসান নামে এক যুবককে  হাতে নাতে ধরে ফেলে বারহাটা থানা পুলিশ।

এ ব্যাপারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হয়েছে বলে জানান বারহাট্রা থানার ওসি মোঃ সালেমুজ্জামান।