বরিশাল থেকে এম.মিরাজ হোসাইন: বরিশাল নগরীর রূপাতলীতে সিমেন্টবাহী একটি ট্রাকে দুবৃর্ত্তদের ছোঁড়া পেট্রোলবোমায় ট্রাক চালক দগ্ধ হয়েছে। শুক্রবার রাত ১২ টায় এই ঘটনা ঘটে। দগ্ধ ট্রাক চালক মিজান চৌকিদারকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রাক চালক মিজান চৌকিদার বলেন, এ্যাংকর সিমেন্ট কারখানা থেকে সিমেন্ট বোঝাই করে তিনি কাশীপুর যাচ্ছিলেন। পথিমধ্যে দপদপিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা ট্রাকটিকে লক্ষ্য করে পেট্রোলবোমা ছোঁড়ে। এতে ট্রাকের জানালা ভেঙ্গে ভিতরে আগুন ধরে যায়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। ঘটনা দেখার পর শিশু বয়সী হেলপার অলিউল্লাহ এখন অসংলগ্ন কথাবার্তা বলছে। তাকে নিয়ে চিন্তিত ওর স্বজনরা।
শেবাচিম হাসপাতালে সর্জারী বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সবুজ কুমার পাত্র জানান, রোগীর শ্বাসনালী এখন পর্যন্ত ঠিক আছে। শারীরের ১২ ভাগ পুড়েছে অবস্থা আশঙ্কামুক্ত।