বাগেরহাটে পাঁচ দিনব্যাপী কৃষি মেলা চলছে

বাগেরহাট থেকে বাবুল সরদার: বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে পাঁচ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক এ জেড এম মমতাজুল করিম। ষাটগুম্বজ ইউনিয়ন পরিষদ মাঠে পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে বাগেরহাট সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত এ মেলার উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোঃ জাহাংগীর আলম।

অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত পরিচালক শেখ হেমায়েত হোসেন, আইএডিপি পিজিবি’র প্রকল্প পরিচালক জিএম রুহুল আমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান খান, উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা, ষাটগুম্বজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ। এ মেলায় কৃষি পণ্য ও উপকরণসহ ৩০টি স্টল অংশ নেয়। এর আগে খানজাহান (র:) মাজার এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয় এবং ফিতা কেটে প্রধান অতিথি এ মেলার উদ্ধোধন করেন। ৯ মার্চ পর্যন্ত মেলা চলবে।