ভোলা হবে দেশের অন্যতম উন্নত জেলা- অর্থমন্ত্রী

ভোলা থেকে আবু সাবিত: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সেই সাথে ভোলা জেলা হবে দেশের অন্যতম উন্নত জেলা। এখানে প্রাকৃতিক গ্যাস রয়েছে। এই গ্যাস কাজে লাগিয়ে ভোলার উন্নয়ন করা হবে সরকারের অন্যতম প্রধান লক্ষ। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ভোলা পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। শুক্রবার ভোলা সরকারি ফজিলতুননেছা মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

Bhola Pic  06.03.15
ভোলা সরকারি ফজিলতুননেছা মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ভোলায় ইকোনোমিক জোন গড়ে তোলার লক্ষে কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ভোলার উন্নয়নে খুবই আন্তরিক। এখানে গ্যাসভিত্তিক বিভিন্ন শিল্প কারখানা গড়ে তোলা হবে।

সাবেক সচিব ও বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান এম মোকাম্মেল হক বলেন, দেশ স্বাধীন হওয়ার পর রপ্তানি আয় ছিল ৫৩২ কোটি টাকা আর এখন রপ্তানি আয় হচ্ছে দুই লক্ষ ৪০ হাজার টাকা। সে সময় ১০/১৫ হাজার টাকার বাজেট ঘোষণা হতো এখন বাজেট হচ্ছে দুই লাখ ৫০ হাজার কোটি টাকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মতো অভিজ্ঞ অর্থমন্ত্রী পেয়ে দেশ আজ উন্নয়ন আর সমৃদ্ধির দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে।

কলেজ অধ্যক্ষ প্রফেসর ফখরুল আলম পাশার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: সেলিম রেজা, পুলিশ সুপার মনিরুজ্জামান মনির, ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর পারভীন আক্তার, উপাধ্যক্ষ মহসিন গোলদার, নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মাকসুদুর রহমান, এরব স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খানমসহ কলেজের শিক্ষকমন্ডলী।