মধুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ্ আবু এহসান: টাঙ্গাইল মধুপুরে নবনির্মিত অডিটরিয়ামে অগ্নিকাণ্ডের ঘটনায় কোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার বেলা ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ফেরদৌস আলম নামে এক জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সেলুন মালিক জোগেশ চন্দ্র শীল জানান, বন্ধ অডিটরিয়ামের ভিতর থেকে প্রচুর ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা দরজা খুলে ভিতরে প্রবেশ করে অডিটরিয়ামের এসিগুলো থেকে ধোঁয়া বের হতে দেখে। টাঙ্গাইল ও মধুপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
উদ্বোধনের অপেক্ষায় থাকা নবনির্মিত সরকারি অডিটরিয়ামটির সকল কাজ প্রায় সম্পন্ন ছিল। এসি (শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা) লাগানো ও সাজসজ্জা শেষ হলেও সংযোগে বিদ্যুৎ চালু ছিল না বলে জানিয়েছেন ঠিকাদার রফিকুল ইসলাম বাবুল। তিনি দাবি করেন, বিদ্যুৎ সংযোগ না থাকায় এখানে আগুন লাগার কোন সম্ভাবনা নেই। এটি নাশকতা ছাড়া আর কিছু নয়।
অপর ঠিকাদার হারুন আর রশিদ হীরা জানান, এ অডিটরিয়ামে প্রায় সাড়ে ৫ কোটি টাকার কাজ কারা হয়েছে। এর মধ্যে ১৮টি এসিসহ সাজসজ্জায় প্রায় ১কোটি টাকা খরচ হয়েছে। যার পুরোটাই আগুনে ভস্মীভূত হয়েছে। তবে ফায়ার সার্ভিস সুত্র জানায়, আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বলা যাবে। ঘটনা তদন্তে উপজেলা নির্বাহী অফিসার মুক্তাদির আজিজ এর নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলো মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম ও মধুপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা এস কে তুহিন। ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ, সহকারি কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা।
মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।