রংপুর থেকে জয়নাল আবেদীন: রংপুর সেনানিবাসে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য বিজয়গাঁথা শনিবার ঐতিহাসিক ৭ মার্চ দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়েছে। রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহম্মেদ ঝন্টু এর উদ্ধোধন করেন।
এ সময় রংপুর অঞ্চলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. সালাহ উদ্দিন মিয়াজি সহ উর্দ্ধতন সামরিক ও বেসরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। রংপুর সিটি কর্পোরেশনের অর্থায়নে প্রায় ১৫ লাখ টাকা ব্যায়ে এই বিজয় গাথাঁ ভাস্কর্যটি নির্মাণ করা হয়।
এই ভাস্কর্যটি নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার সঠিক ইতিহাস উপলব্ধির প্রেরণা যোগাবে বলে সকলের বিশ্বাস।