রাজশাহীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী মহানগরীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল ইসলাম (৪৫) নামে এক জামায়াতকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার ভোরে নগরীর কাপাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নুরুল ইসলাম মতিহার থানার রনহাট কবিরাজপাড়া এলাকার মৃত সেকেন্দার আলীর ছেলে। এ সময় লুৎফর রহমান নামে এক পুলিশ কনস্টেবলও আহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে।

নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রউফ জানান, নগরীতে নাশকতা সৃষ্টিকারী ৭ মামলার আসামি জামায়াত কর্মী নুরুল ইসলামকে শুক্রবার নামাজের পর কবিরাজপাড়া এলাকা থেকে আটক করা হয়। আটকের পর তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্য মতে অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে রাত আড়াইটার দিকে মতিহার থানা পুলিশ তাকে কাপাশিয়া এলাকায় নিয়ে যায়। সেখানে যাওয়ার পর জামায়াতকর্মী নুরুল ইসলামের সঙ্গীরা তাকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পুলিশের গাড়িতে ককটেল হামলা চালায়। এসময় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের সময় নুরুল ইসলাম পুলিশের গাড়ি থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। এতে নুরুল ইসলাম বাম পায়ের হাটুর নিচে গুলিবিদ্ধ হন। এছাড়াও জামায়াত শিবিরের হামলায় মতিহার থানার কনস্টেবল লুৎফর রহমান আহত হয়েছেন। পরে রাত সাড়ে তিনটার দিকে পুলিশ আহত নুরুল ইসলামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।