রাজশাহীতে ১৩ শিবিরকর্মী গ্রেফতার

রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী মহানগরীর ঘোষপাড়া এলাকায় শিবির নিয়ন্ত্রিত রেটিনা কোচিং সেন্টার থেকে ১৩ শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করেছে পুলিশ।

সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, রেটিনা কোচিং সেন্টারে বসে শিবিরকর্মীরা নগরীর বিভিন্ন এলাকায় নাশকতার ছক কষছিল। গোপনে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের শিবিরের কর্মী বলে দাবি করেছে।