আর্ন্তজাতিক নারী দিবসে সারাদেশে র‌্যালিসহ নানা কর্মসূচি

বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে রংপুরে আর্ন্তজাতিক নারী দিবস পালিত
রংপুর থেকে জয়নাল আবেদীন: বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে রোববার বিভাগীয় নগরী রংপুরে আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সকাল ১০টায় রংপুর জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে জেলা প্রশাসক ফরিদ আহমদের নেতৃত্বে বর্নাঢ্য র‌্যালি বের হয়।

Nari-Rangpur
রংপুরে র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে

র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর টাউন হলে গিয়ে শেষ করে। সেখানে আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে এখনও ৬০ভাগ নারী নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। কোথাও কোথাও প্রতিকার পেলেও অনেক নির্যাতিতা নারীদের চিত্র প্রকাশ্যে আসেনা। বক্তারা বলেন, নারীর স্থায়ী সম্পদ তৈরিতে পারিবারিক পদক্ষেপ, নারীর উচ্চ শিক্ষার প্রতি জোর দেওয়া এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে নারীর সমঅধিকার নিশ্চিত হবে। বক্তব্য দেন জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ জেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা শামিমা আখতার, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রোজি রহমান, হাসনা চৌধুরী সহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা

নেত্রকোনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

নেত্রকোনা থেকে মীর মনিরুজ্জামান:  “নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় উদ্যাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রবিবার সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক হল মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌসী বেগমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

Netrakona pic-2-Nari
নেত্রকোনায় বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইউসুফ আলীসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া নেত্রকোনা পৌরসভার উদ্যোগে সকাল ১১টায় পৌর ভবন প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব দেন পৌর মেয়র প্রশান্ত কুমার রায়।

মধুপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

মধুুপুর (টাঙ্গাইল) থেকে আব্দুল্লাহ্ আবু এহসান: “নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন” এই মূল সুর নিয়ে মধুপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন হয়েছে। উপজেলা প্রশাসন, কারিতাস, টিআইবি, সাস, পরিবার শিশু কল্যাণ কেন্দ্র, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদসহ বিভিন্ন সংগঠন যৌথভাবে এই দিবসের আয়োজন করে।

Picture  Nari-Modhupur
মধুপুরে বর্নাঢ্য র‍্যালি বের করা হয়

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকতাদির আজিজ এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, ভাইস চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন, নাজমা সরকার, সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা, নারী বিষয়ক কর্মকর্তা শিল্পী দে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, এনজিও ফোরামের সভাপতি তপন কুমার গুন, টিআইবি’র হাবিবুর রহমান, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজেন নকরেক ও আদিবাসী নেতা  অজয় এ মৃ প্রমুখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন মিসেস মারিয়া চিরান। এর আগে একটি বিশাল র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কাউখালীতে  আন্তর্জাতিক নারী দিবস পালিত

কাউখালী (পিরোজপুর) থেকে রবিউল হাসান রবিন: রোববার নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশের ন্যায় পিরোজপুরের কাউখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

ইউএনও মো. শহীদুল ইসলামের সভাপত্বিতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবীর। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান চৌধুরী ফাতেম ইয়ামিন, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, ইউপি চেয়ারম্যান সিকদার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা নূসরাৎ জাহান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুনন্দা সমদ্দার প্রমুখ।