গোপালগঞ্জ থেকে হায়দার হোসেন: নানা কর্মসূচির মধ্য দিয়ে গোপালগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। শনিবার সকাল ৭ টায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে এ কর্মসূচির সূচনা করা হয়।
জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল হালিম, এ্যডভোকেট আতিয়ার রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব আলী খানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেন। এ সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে উপজেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তক অর্পণ, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে করা হয়। পরে শেখ মুজিবুর রহমান সরকারি ডিগ্রী কলেজের হলরুমে অধ্যক্ষ প্রফেসর আব্দুস সালামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তাফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানুর আলম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হালিম, পৌর মেয়র ইলিয়াস হোসেন সরদার, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য রাখেন।
অপরদিকে, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবিরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আয়নাল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ লুৎফর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আতিকুজ্জামান খান বাদল, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাবুল হাজরা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মুন্নু, ছাত্রলীগ নেতা হায়দার হাজরা, মেহেদী হাসান মুন প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের পক্ষে অনুরূপ কর্মসূিচ পালিত হয়েছে।