রংপুর থেকে জয়নাল আবেদীন: দেশের মানুষ আজ গভীর সংকটের মধ্যে দিন কাটাচ্ছে। একদিকে বিএনপি-জামায়াতের পেট্রোলবোমায় দেশ জ্বলছে-মানুষ মরছে। অন্যদিকে এই সংঘাত, সহিংসতা নিরসনে সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই। ফলে দুই জোটের উপর মানুষের ক্ষোভ ক্রমেই বাড়ছে। নেতৃবৃন্দ বলেন, রাজনীতিতে চলছে গভীর শূন্যতা, দেশের মানুষ আজ দিশা পাচ্ছে না। এই শূন্যতা পূরণে কমিউনিস্ট পার্টি ও বাসদ তাদের ঐক্যবদ্ধ সংগ্রাম জোরদার করছে। নেতৃবৃন্দ বলেন, বাম-গণতান্ত্রিক বিকল্প শক্তি গড়ে তোলাই বর্তমান মুহূর্তের প্রধান রাজনৈতিক কর্তব্য।
শনিবার রংপুরে পায়রাচত্ত্বরে সিপিবি-বাসদ-এর জনসভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। রংপুর সিপিবির সভাপতি কমরেড শাহাদাতের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় নেতা কমরেড শাহীন রহমান, বাসদ নেতা কমরেড কুদ্দুস, মমিনুল ইসলামসহ বিভিন্ন গণসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ আলোচনার মাধ্যমে রাজনৈতিকভাবে সংকটের সমাধান করার দাবিও তুলে ধরেন। পেট্রোলবোমায় মানুষ খুন বন্ধ , গণতান্ত্রিক অধিকার রক্ষা , গুম-খুন-ক্রসফায়ার বন্ধ, সমস্যার রাজনৈতিক সমাধান করা ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে একটি লালপতাকার মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।