নাশকতাকারীদের ধরিয়ে দিলে ৫০হাজার টাকা পুরস্কার, এমপি

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) থেকে হাবিবুর রহমান:  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পণ্যবাহী গাড়ীতে পেট্রোলবোমা হামলাকারীদের ধরিয়ে দিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন। তিনি ঘটনাস্থল উপজেলার নিমতলা কাঠাল এলাকায় গিয়ে এ ঘোষণা দেন।

শুক্রবার বিকেলে ঢাকা থেকে নির্বাচনী এলাকায় ফিরে আসার সময় তিনি বুধবার গোমস্তাপুর উপজেলার নিমতলা কাঠাঁল এলাকায় প্রেট্রোলবোমায় দগ্ধ গাড়ীর চালক ফিরোজ ও আলু ব্যবসায়ী সাহেব আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান।

তিনি এ সময় তাদের আত্মীয় পরিজনের সাথে কথা বলেন এবং সমবেদনা জানান। পরে ব্যক্তিগতভাবে তাদেরকে আর্থিক অনুদান প্রদান করেন। ওই সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সচিব একরামুল হক ও সংসদ সদস্যর স্ত্রী মাহমুদা বিশ্বাস। এদিকে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফিরে ঘটনাস্থল গোমস্তাপুরের নিমতলা কাঁঠাল এলাকায় যায়। সেখানে উপস্থিত স্থানীয় জনগণ ও পুলিশকে অপরাধীদের ধরিয়ে দেওয়ার আহব্বান জানান এবং অপরাধীদের হাতে নাতে আটক করার জন্য ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা পুরস্কার ঘোষণা করেন।