রংপুর থেকে জয়নাল আবেদীন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুর উন নবী দীর্ঘ আড়াই মাস পর কঠোর পুলিশী পাহারায় গোপনে রোববার সকালে পেছনের রাস্তা দিয়ে নিজের বাস ভবনে ঠুকেছেন।
এদিকে উপাচার্যের আগমনের খবর পেয়ে তার অপসারণসহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্র্থী ও কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মুখে কালো কাপড় বেঁধে কালো পতাকা হাতে অবস্থান নেয় সকাল থেকেই। তারা ভিসির ক্যাম্পাসে আগমনকে যে কোন মুল্যে প্রতিহত করার ঘোষণা দিয়ে শ্লোগান দিতে থাকে। সম্ভাব্য গোলযোগের আশংকায় ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

সকালে উপাচার্য গোপনে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে নেমে গাড়িতে করে রংপুরে আসেন। তিনি পুলিশী পাহারায় সকাল ৯ টা ৩৫ মিনিটে গোপনে বিশ্ববিদ্যালয়ের পেছনে তার বাসভবনের রাস্তা দিয়ে তড়িঘড়ি করে বাড়িতে প্রবেশ করেন। এ সময় তার বাসার সামনে বাসভবন কর্ডন করে পুলিশ অবস্থান নেয়।
এদিকে ভিসির আগমনের খবর জানাজানি হলে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা বিক্ষোভে ফেটে পড়ে। তারা কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে পুলিশ ফাঁড়ির সামনে তাদের অবস্থান কর্মসূচির মঞ্চের সামনে সমাবেশ করে। সমাবেশে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র ভিসিকে ক্যাম্পাসে কখনই ঢুকতে দেওয়া হবেনা বলে ঘোষণা দিয়ে বলেন, তাকে বিশ্ববিদ্যালয় ত্যাগ করে ঢাকায় চলে যেতে হবে। তিনি বলেন, এ অযোগ্য ভিসিকে আমরা দেখতে চাইনা। ভিসির আগমনকে কেন্দ্র করে ক্যাম্পাসে তুমুল উত্তেজনা বিরাজ করছে।