ভোলা থেকে আবু সাবিত: ভোলা পৌর চরজংলা এলাকায় বাড়ির পাশের পুকুর পাড়ে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে শিশু তিন বোন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ভোলা পৌর সভার ৯নং ওয়ার্ডের পৌর চরজংলা এলাকার রং মিস্ত্রী কামাল জানান, বাড়ির পাশে পুকুর পাড়ে দু’টি বোমা পরিত্যক্ত অবস্থায় ছিল।
ভোর বেলা তার তিন মেয়ে জান্নাত (১২), সুফিয়া (৭) ও ফাতেমা (৫) পুকুরে হাত-মুখ দুতে গিয়ে বোমা দু’টি দেখতে পায়। এ সময় লাল রংয়ের টেপে মোড়ানো ককটেল দু’টিকে খেলার বল মনে করে হাতে নেয়। এক পর্যায়ে হঠাৎ হাত ফসকে একটি ককটেল নিচে পড়ে গেলে বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে তিন বোনের পায়েই গুরুতর জখম হয়। আহত অবস্থায় স্থানীয়রা তাদের ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে বড় বোন জান্নাতের অবস্থা আশংঙ্কাজনক বলে জানা গেছে।
ভোলা থানার ওসি মোবাশ্বের আলী জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে অপর ককটেলটি উদ্ধার করেছে।