রাজশাহী থেকে কাজী শাহেদ: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে শিশু ও নারীদের জন্য এবার ২৪ শয্যাবিশিষ্ট আলাদা নিউরোসার্জারী ওয়ার্ড চালু করা হয়েছে। ওয়ার্ডটিতে আলাদাভাবে চিকিৎসা পাবে শিশু ও নারীরা। এর আগে এ ওয়ার্ড না থাকায় একই সঙ্গে পুরুষ ও নারী-শিশুদের চিকিৎসা দেওয়া হতো। কিন্তু তাদের আরও উন্নত চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষ এ উদ্যোগ নিয়েছে।
শনিবার দুপুরে রামেক হাসপাতালে ওয়ার্ডটির উদ্বোধন করেন রাজশাহী সদর আসনের এমপি ও হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ফজলে হোসেন বাদশা। এ সময় হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, রামেক হাসপাতালের উপ-পরিচালক আ স ম বরকতুল্লাহ নিউরোসার্জারী বিভাগের বিভাগীয় প্রধান ডা. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।