বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে, কিশোরগঞ্জে আনন্দ মিছিল

কিশোরগঞ্জ থেকে মোস্তফা কামাল: ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় সারাদেশের মতো কিশোরগঞ্জে আনন্দ মিছিল হয়েছে। আজকে শ্বাসরুদ্ধকর ৪৯তম ওভারে রুবেল হোসেনের পেস বলের অগ্নিগোলায় ইংল্যান্ডের শেষ উইকেট পড়ার সঙ্গে সঙ্গে ক্রিকেটপাগল যুবক-তরুণরা জাতীয় পাতাকা নিয়ে আনন্দমিছিল বের করে।

মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার সময় রাস্তার দু’পশে দাঁড়ানো উদ্বেলিত জনতাও ‘বাংলাদেশ বাংলাদেশ, রুবেল, রুবেল’ ধ্বনি তুলে মিছিলকারীদের সঙ্গে বাঁধ ভাঙা আনন্দ ভাগ করে নেন।