ভোলায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত-১০

ভোলা থেকে আবু সাবিত: ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের চৌমুহনী এলাকায় সোমবার সকালে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আব্দুল মন্নান (৭০) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। গুরুতর আহত শফিক (২৩), রবিউল (৫৫), নুরনবী (২৫) ও ছালেহা বেগমকে (৫০) তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্র থেকে জানা যায়, উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে স্থানীয় একতা ক্লাবের নিয়ন্ত্রণ, মাছঘাট দখলসহ এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে উত্তেজনা চলছিল। এক গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন উপজেলার চাঁদপুর ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের আওয়ামী লীগের নুরে আলম এবং অপর গ্রুপের নেতৃত্বে রয়েছেন স্থানীয় আওয়ামী লীগের নেতা হাফেজ।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ওই গ্রামের চৌমুহনী এলাকায় নুরে আলম গ্রুপ ও হাফেজ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। উভয় পক্ষই লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হাফেজ গ্রুপের আব্দুল মন্নান (৭০), শফিক (২৩), রবিউল (৫৫), নুরনবী (২৫) ও ছালেহা বেগম (৫০) আহত হন। স্থানীয়রা আহতদের তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে আব্দুল মন্নানকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে তজুমদ্দিন থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।